খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় ছাত্রীদের একমাত্র ক্রীড়া প্রতিষ্ঠান রামগড় প্রমিলা একাডেমিকে উপজেলা প্রশাসন, রামগড় এর পক্ষ থেকে জার্সি প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ মে) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জার্সিগুলো প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।
রামগড় উপজেলার তরুণ ও যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখার জন্য এর আগেও তিনি উপজেলার বিভিন্ন ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী প্রদান করেছেন।
উল্লেখ্য, রামগড় প্রমিলা একাডেমির কোচ ক্রইঞাং মারমা দক্ষিণ এশিয়ায় তিনবার প্রথমস্থান অর্জনকারী তায়াকোয়ান্দো প্লেয়ার।
উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন জানান, তরুণ সমাজকে খেলাধুলাসহ ভালো ভালো কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রাখতে উপজেলা প্রশাসন সহযোগিতা অব্যাহত রাখবে।
–তুহিন নিজাম