নিউজ ডেস্কঃ রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪। ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
বুধবার (৫ জুন) সকাল ১০ ঘটিকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি র্যালির মাধ্যমে দিবসটি পালন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, পৌরসভা মেয়র মোহাম্মদ রফিকুল আলম কামাল, উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কাজী সোহেল রানাসহ সরকারি -বেসরকারি কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উল্লেখ্য-১৯৭৪ সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা শুরু হয়েছিল। এরপর থেকে প্রতি বছরই দিবসটি সারাবিশ্বের বিভিন্ন শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়ে আসছে। এ বছর বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।