নিউজ ডেস্ক: মুজিব বর্ষে “বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষে দেশের সকল ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৫ম পর্যায়ে(২য় ধাপ)১৭০টি পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। বৃহ:বার (৬ জুন) দুপুরে উপজেলা প্রশাসন কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ২ টি ইউনিয়নে ১ম,২য়,৩য়,৪র্থ পর্যায়ে ইতিমধ্যে ৫৪১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে। এ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করার লক্ষ্যে ৫ম পর্যায়ে(২য় ধাপে) ১৭০টি পরিবারকে পূর্ণবাসনের কার্যক্রম চলমান রয়েছে। জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম আগামী ১১ জুন ২০২৪ ইং তারিখে প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধন করবেন। এ বিষয়ে উপজেলা প্রশাসন নানামূখী কার্যক্রম গ্রহন করেছেন। উপকারভোগী,ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সরকারী কর্মকর্তা সহ সকল শ্রেনীর পেশার মানুষকে সম্পৃক্ত করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭২ সালে ভূমিহীন-ছিন্নমূল মানুষের বাসস্থানের যে পূর্ণবাসনের ব্যবস্থা করেছিলেন তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। সরকারের এ মহতী উদ্যোগকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানাই।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।