৬ষ্ঠ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আনুষ্ঠানিকতার মধ্যেদিয়ে বরণ করে নিলেন রামগড় পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ জুন) সকাল ১১টায় রামগড় পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বরণ অনুষ্ঠানের সভাপতি পৌরসভা মেয়র মোহাম্মদ রফিকুল আলম এর সভাপতিত্বে দ্বিতীয়বারে মত নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি ও ১মবারের ন্যায় ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা- মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আহসান নীলাকে পৌরসভার পক্ষ থেকে ফুলদিয়ে বরণ করে নেন।
এ সময় পৌরসভার ইঞ্জিনিয়ার- কর্মকর্তা-কর্মচারী এবং রামগড় পৌরসভার কাউন্সিল-প্যানেল মেয়র – যথাক্রমে মো. শামীম, মো. আবুল বশর, মো. আবুল কাশেম, মো. আহসান উল্লাহ, কণিকা বড়ুয়া, আনোয়ারা বেগম, আছমা বেগম, শ্যামল ত্রিপুরা, মো. জিয়া উদ্দিন, রামগড় ১নং ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার,সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।