নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির রামগড়ে কেক কাটার মধ্যদিয়ে দেশের বহুলপ্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৭জুন)সকাল সাড়ে ১১টায় রামগড় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কেট কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।
বিশেষ অতিথি ছিলেন রামগড় পৌরসভা মেয়র মোহাম্মদ রফিকুল আলম ও সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাশ, রামগড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন – রামগড় উপজেলা প্রেসক্লাব ও রামগড় রিপোর্টার্স ইউনিটির সম্পাদক মন্ডলী – সাংবাদিক তুহিন নিজাম, মোশারফ হোসেন-মাসুদ রানা, মো.নুর আলম শরিফ, মো. শাহেদ হোসেন, সাইফুল ইসলাম, বেলাল হোসেন প্রমূখ।
অপরদিকে- রামগড় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ প্রথম আগমন করায় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি ও রামগড় পৌরসভা মেয়র মোহাম্মদ রফিকুল আলম কে সংগঠনের সম্পাদক মন্ডলীর পক্ষথেকে ফুলদিয়ে বরণ করে নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রামগড় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা।
এসময় সকলের উপস্থিতে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দৈনিক যায়যায়দিন পত্রিকাটির ১৯ তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটার মধ্যেদিয়ে পালন করা হয়।