নিউজ ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে(২য় ধাপ) ভূমিহীন ও গৃহহীন ১৭০টি পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকাল ১২টায় সারাদেশের ন্যায় রামগড় উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন-২ প্রকল্প এর উপকারভোগীদের মাঝে নব নির্মিত ঘরের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের মধ্যেদিয়ে জমি ও গৃহ হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রদান কালে পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি বলেন, বর্তমান সরকারের আমলে কেউ অনাহারে থাকবে না, ঘরবাড়ী ছাড়া থাকবে না। আজ সারাদেশে ভূমিহীন ও গৃহহীন প্রায় ১৮,৫৬৬ হাজার পরিবারের মধ্যে রামগড় উপজেলায় ১৭০টি পরিবারের মাঝে দলিল পাকাঘরসহ চাবি তুলে দিয়ে প্রমান করে দেখিয়েছেন গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
0
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, পিআইও নজরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কালাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রহমত উল্ল্যাহ সহ প্রমুখ।
সহকারী প্রোগ্রামার(আইসিটি অফিসার) রেহান উদ্দিন এর কারিগরি সহায়তায় ও অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় উপ প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদেশ ত্রিপুরা, উপকারভোগী পরিবার সহ সরকারী পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।