নিউজ ডেস্ক: “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড়ে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে স্মার্ট ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১জুন) দুপুরে রামগড় উপজেলা সম্মেলন কক্ষে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে জনসচেতনতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। এতে বিশেষ অতিথি থেকে বক্তব্যে রাখেন ইউএনও মমতা আফরিন। এসময় উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, পিআইও নজরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের ও প্রতিষ্ঠানের সরকারি -বেসরকারি কর্মকর্তা, হেডম্যান- কারবারীসহ স্থানীয় সাংবাদিক এবং ভুমি অফিসের কর্মচারীগন উপস্থিত ছিলেন।
0
সভাপতি সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বলেন, গত ৮ জুন ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। এ ভূমি সেবা সপ্তাহ আগামী ১৪ জুন পর্যন্ত চলবে। এ ভূমি সেবা মাধ্যমে সাধারণ জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা সম্পর্কে মানুষকে জনসচেতনতার অনুষ্ঠান করে অবহিত করা ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোই হচ্ছে এ কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।