নিউজ ডেস্ক: রামগড় ৪৩ বিজিবি জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুন ) সকাল ১০টায় রামগড় ৪৩ বিজিবি’র বাস্কেটবল মাঠ ট্রেনিং শেডে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
রামগড় ৪৩ বিজিবি’র জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন এর সভাপতিত্বে সমন্বয় সভায় অংশ গ্রহন করেন, উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি, পৌর মেয়র মোহাম্মদ রফিকুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা।
সভায় অত্র ব্যাটালিয়নের জোন এলাকায় মাদক, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর চাদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং, অনলাইন জুয়া, শিক্ষা, অবৈধ চোরাই কাঠ- বাঁশ ও অবৈধ মালামাল পরিবহন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
এসময় রামগড় ৪৩ বিজিবি’র ক্যাপ্টেন ডা: নুর হোসাইন, সহকারী পরিচালক রাজু আহম্মেদ, ওসি দেব প্রিয় দাশ, পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, বিজিবি’র পদস্থ কর্মকর্তাসহ শিক্ষক, রেঞ্জ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, পরিবহন শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী, হেডম্যান- কারবারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।