সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার এ স্লোগানে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ পালিত হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়৷
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।
এর আগে দিবসটি উপলক্ষ্যে সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে রামগড় প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ হলে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মানষ চন্দ্র দাস, পৌর মেয়র রফিকুল আলম কামাল, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।