রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ বি ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭৯৩ তম হওয়া ২নং পাতাছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পাকলা পাড়া গ্রামের অসহায় দিনমজুর কৃষক লাব্রেঅং মারমার ছেলে অংক্যজাই মারমাকে ভর্তির জন্য আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতা আফরিন। মঙ্গলবার ১৬ জুলাই দুপুরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার হাতে সহায়তা হিসেবে নগদ টাকা তুলে দেন ইউএনও।
শিক্ষার্থী অংক্যজাই মারমা বলেন, ‘বসতঘর ছাড়া আমাদের কোনো সম্পদ নেই। বাবা কৃষি ও দিনমজুরের কাজ করে যা পান, তা দিয়ে সংসারের খরচ চলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তির টাকা জোগাড় নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ভর্তির টাকা সহায়তা হিসেবে সহযোগিতা করেছেন। সহযোগীতার জন্য ইউএনও মহোদয়কে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানান।
ইউএনও মমতা আফরিন এ প্রতিনিধিকে বলেন, বিষয়টি ছাত্রের আবেদনের প্রেক্ষিতে জানার পর তাকে ডেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভর্তি বাবদ নগদ ১০ হাজার টাকা সহযোগিতা হিসেবে ছাত্রে হাতে তুলে দেন।
– রতন বৈষ্ণব ত্রিপুরা।