নিউজ ডেস্কঃ ” মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য “- এ গানটির মর্মকথা দিয়ে প্রমানিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ বি ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭৯৩ তম হওয়া ২নং পাতাছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পাকলা পাড়া গ্রামের অসহায় দিনমজুর কৃষক লাব্রেঅং মারমার ছেলে অংক্যজাই মারমাকে ভর্তির জন্য আর্থিক সহায়তা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। মঙ্গলবার ১৬ জুলাই সকালে চেয়ারম্যান এর নিজ বাসভবনের বৈঠক রুমে সহায়তা হিসেবে নগদ টাকা প্রদান করেন।
শিক্ষার্থীর পিতা লাব্রেঅং মারমা বলেন, আমার পরিবারের সদস্য সংখ্যা ৪ জন। কৃষি ও দিনমজুরের কাজ করে যা পাই তা দিয়ে সংসারের বরণপোষনের খরচ চালাতে হয় । আমার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তির টাকা জোগাড় নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলাম। উপজেলা চেয়ারম্যান স্যার ভর্তির টাকা সহায়তা হিসেবে সহযোগিতা করেছেন। এদিকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার জন্য উপজেলা চেয়ারম্যান মহোদয়কে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানান।
উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি এ প্রতিনিধিকে বলেন, বিষয়টি জানার পর ঐ শিক্ষার্থী ও অভিভাবককে ডেকে আমার ব্যাক্তিগত পক্ষ থেকে ভর্তি বাবদ নগদ ১০ হাজার টাকা সহযোগিতা হিসেবে প্রদান করি। ভবিষ্যতে এ ধরনের যে কোন সফলতার জন্য তার ব্যাক্তিগত সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
এদিকে- রামগড় উপজেলা কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা বলেন, ইতিমধ্যেই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঐ শিক্ষার্থীর ভর্ত্তির বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ ধরনের মানবিক সহযোগিতা সত্যি প্রশংসার দাবী রাখে। তিনি আরো বলেন, এ ধরণের মানবিক সহযোগিতার জন্য আমাদের অনেকের মধ্য এগিয়ে আসার আহবান জানান।