নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির রামগড় পৌরসভাধীন রামগড় বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে খাদ্য পণ্য বিক্রি ও অবৈধভাবে রাস্তার পাশ দখল করে (ফল দোকান) ব্যবসা পরিচালনা করার অপরাধে পৃথক পৃথক অভিযানে ১১টি মামলায় ১৫ হাজার ৪শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জুলাই) দুপুরে রামগড় বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন এ জরিমানা করেন।
এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রধান সড়কের রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা, লাইসেন্স গ্রহন ব্যতীত মিষ্টি দোকান পরিচালনা করার অপরাধে বিভিন্ন ধারায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়।
এ সময় রামগড় থানার এসআই তারেক এর নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত চলাকালে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন রামগড় বাজার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক দেবু শর্মাসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।