নিউজ ডেস্কঃ ” ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ উদযাপন উপলক্ষে রামগড় মৎস্য অফিস কর্তৃক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩০জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা মৎস্য অফিসের মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার(অতি:দা:)সভাপতিত্বে তিনি বলেন, মৎস্য সম্পদের সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় বলেন, ৩০ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত রামগড় মৎস্য অফিস কর্তৃক বিভিন্ন লেক, পুকুরসহ জলাশয়ে মৎস্য চাষীদের জন্য ৭দিনের বিভিন্ন কর্মসূচির তালিকা প্রকাশ করেন। এ ৭দিনে সফল মৎস্য চাষীদের পুরষ্কার বিতরণ, পোণা মাছ অবমুক্তকরণ সহ মৎস্য চাষের প্রশিক্ষন দেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান , রামগড় উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা। এতে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সাংবাদিক শাহেদ হোসেন রানা, মৎস্যচাষী- মৎস্যজীবীসহ উপকারভোগী প্রমুখ।