নিউজ ডেস্ক: খাগড়াছড়ি রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে রামগড় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার ও সার্টিফিকেট প্রদান, পোনা অবমুক্তকরণ, র্যালী, আলোচনা সভা, অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিমা আহসান নীলা।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার (অতি: দা:) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু প্রমূখ। সভা শেষে উপজেলা পর্যটন লেকে অতিথি বৃন্দ বিভিন্ন জাতের ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রাংচাইপ্রু মারমা, মৎস্য জীবি, মৎস্য চাষী, উপকারভোগীসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।