নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ ৪৩ বিজিবি রামগড় জোন এলাকাস্থ চট্টগ্রাম জেলার জোরারগঞ্জের সীমান্ত এলাকা হয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে আসা ১২টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি জোয়ানরা।
জানাগেছে- গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে জোরারগঞ্জ থানার অন্তর্গত আমতলী থেকে এসব গরু জব্দ করে বিজিবি’র কয়লারমুখ বিওপি’র জোয়ানরা।
বিজিবি সূত্রে জানাগেছে, একটি পাচারকারী চক্র সীমান্ত ব্যবহার করে ভারত থেকে বেশ কিছু গরু অবৈধ পথে দেশে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপি’তে কর্মরত নাঃ সুবেঃ মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত আমতলী নামক স্থান চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও সেখান থেকে ১২টি ভারতীয় গরু উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবি সূত্র আরো জানায়, জব্দকৃত ভারতীয় গরুগুলো ইতিমধ্যে সীতাকুন্ড কাস্টমসে জমা করা হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি যে কোন মূল্যে সীমান্তে চোরাকারবারিদের দমনে বিজিবি বদ্ধপরিকর। এ বিষয়ে কোন ছাড়নয় বলেও জানান।