রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড় খাগড়াছড়িঃ রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি আওয়াতাধীন লক্ষিছড়া,লাচাড়ী পাড়া, কাশিবাড়ি,মহামনি,বাগানবাজার, এবং কযলারমুখ বিওপি সীমান্ত ক্যাম্প ও বিওপি এলাকায় বন্যায় কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণসহ বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়েছে। শুক্রবার(৩০ আগস্ট) ৪৩ বিজিবি রামগড় জোন এর ব্যবস্থাপনায় অধিনায়ক লেঃ কর্ণেল মো: ইমাম হোসেন, তত্বাবধানে জোনের আওতায় ২৪১ টি বন্যায় কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ইমাম হোসেন, বলেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৩বিজিবি) সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই বিশ্বাসকে ধারণ করে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। দেশের যে কোন দূর্যোগময় মুহুর্তে জনগনের পাশে থেকে অব্যাহত রেখেছে ত্রাণসহ চিকিৎসা সেবা প্রদান। বর্তমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি’র এই সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক বন্যা কবলিত এলাকায় বসবাসরত জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী, শুকনো খাবার, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।