নিউজ ডেস্কঃ রামগড় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও বাস্তবায়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয়- আধা- সরকারী ও স্বায়ত্তশায়িত প্রতিষ্ঠানসহ সমবায় সমিতির মধ্যে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ করা হয়। রবিবার(১সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য অফিসার(অ:দা:) প্রনব কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন।
এসময় উপস্থিত ছিলেন, রামগড় স: উ: বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) ওয়াহিদুল হক নূরী- সিনিয়র শিক্ষক হারুন অর রশীদ, রামগড় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমূখ।
উপজেলা মৎস্য অফিসার(অ:দা:) প্রনব কুমার সরকার এ প্রতিনিধিকে জানান- রাজস্ব খাতে অত্র উপজেলায় ১৫৫.৫৬ কেজি ও বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ ও সমবায় সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে পোনা মাছ বিতরন করা হয়েছে। এতে আরো উপস্থিত ছিলেন- সরকারী -বেসরকারী কর্মকর্তা, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রাংচাইপ্রু মারমাসহ উপকারভোগীগন।