নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যায়ক্ষতিগ্রস্ত এলাকায় ৫ শত নারী ও কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। বুধবার (৪সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বেসরকারী সংস্থা “অ্যাকশন এইড” এর অর্থায়নে ও মীরসরাইয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা “অপকা’র” সহযোগিতায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পৌরসভার ৯টি ওয়ার্ড, ১নং রামগড় সদর ইউপি ও ২ নং পাতাছড়া ইউপিতে ৫ শতাধিক নারী ও কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়। এসময় অ্যাকশন এইড এর মানবিক, ডিআরআর এবং জলবায়ু পরিবর্তন কর্মকর্তা মো: আব্দুল আলিম ও অপকা’র নির্বাহী পরিচালক মো: আলমগীরের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন অ্যাকশন এইড কর্মকর্তা কাজী নিশাত, মোহাম্মদ রাসেল, আয়শা আক্তার, অপকা কর্মকর্তা রিফাত আহমেদ, জাহিদুল ইসলাম, প্রতাপ বণিক, অয়ন সাহা, মোঃ মাহবুবসহ প্রমুখ।
আজ রামগড় স: কলেজ মিলনায়তনে বন্যার্তদের মাঝে ডিগনিটি কিট বিতরণ কালে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র নির্বাহী পরিচালক মো: আলমগীর বলেন, অ্যাকশন এইড এর অর্থায়নে ও অপকা’র সহযোগিতায় বিভিন্ন উপজেলার বন্যায়ক্ষতিগ্রস্ত ৫শত নারী ও কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়। এই ডিগনিটি কিটের মধ্যে প্যাড, গোসলের সাবান, একাধিক জোড়া অন্তর্বাস, ডিটারজেন্ট পাউডার, স্যানিটারি ন্যাপকিন, একটি টর্চলাইট, টুথপেস্ট, একটি টুথব্রাশ এবং একটি চিরুনি রয়েছে। আইটেমগুলির প্রতিটি বন্যার্ত মহিলা এবং মেয়েদের নির্দিষ্ট চাহিদা পূরণ করাসহ এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।