নিউজ ডেস্কঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সন্মানিত শিক্ষকদের উপর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে কর্মবিরতি ও মানবন্ধন করে কর্মরত শিক্ষকরা, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি( বাসমাশিস)রামগড় শাখার উদ্যোগে ১৮ সেপ্টেম্বর( বুধবার) দুপুরে এ মানববন্ধন ও কর্মবিরতির আয়োজন করা হয়।
দুপুরে স্কুল প্রাঙ্গণে কর্মবিরতি ও মানববন্ধন থেকে এমন বিশৃঙ্খলা – হামলার জন্য সুস্পষ্টভাবে দায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আিনি ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।
এসময় কর্মবিরতি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অহিদুল হক নূরী, সিনিয়র শিক্ষক নূরুল হক গাজী- আব্দুল আউয়াল- হারুন অর রশিদ, মহসীনুজ্জামান, মোঃ রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ-কে এম মঞ্জুর মোর্শেদ-মোঃ জাহিদুল ইসলাম- আসাদুজ্জামান-মোঃ কাদের হোসেন মনির ও মোঃ আব্দুল হালিম।