নিউজ ডেস্ক : খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড়ে ” কণ্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ ‘‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড়ে পালিত হল জাতীয় কন্যাশিশু দিবস ২০২৪। সোমবার (৩০সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রামগড় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কর্মকর্তা জমির উদ্দীন, উপজেলা কৃষি সম্প্রারণ কর্মকর্তা রাশেদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা ও শহর সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম। এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম।
এতে আরো উপস্থিত ছিলেন আগত কন্যাশিশুর অভিভাবক মা গন, রামগড় স্বাস্থ্যকমপ্লেক্সের প্রতিনিধি সুইসাউ চৌধুরী, স্থানীয় সাংবাদিক বৃন্দ।