নিউজ ডেস্ক: রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহ:বার (২৮ নভেম্বর) সকাল ১১টায় রামগড় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন জাতি-গোষ্ঠীর সকল ধর্মের ধর্মীয় প্রধান ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন- সাধারণ সম্পাদক মহিন উদ্দিন হারুন, রামগড় থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কালাম আজাদ, রামগড় প্রেস ক্লাব সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন – সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তি বর্গ, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, বিজিবি প্রতিনিধি, বিভিন্ন এলাকার সমাজ প্রধান, মন্দির পুরোহিত, মসজিদের ইমামগনসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগন ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগন তাদের বক্তব্যে বলেন প্রত্যেক ধর্মে শান্তি-সম্প্রীতির কথা উল্লেখ আছে। আমরা যদি যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে আমাদের মধ্যে আর কোন ভেদাভেদ থাকে না। বক্তারা রামগড়ে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, আমরা যে যার ধর্মের হইনা কেন, আমাদের পরিচয় আমরা মানুষ। তাই আমাদের একে অপরের সহযোগিতায় চলতে হবে।