![](https://www.ramgarhtimes.com/wp-content/uploads/2024/12/1733417687496.jpg)
![](https://www.ramgarhtimes.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নিউজ ডেস্ক।। খাগড়াছড়ি জেলা রামগড়ে সিএনজি ও চাঁন্দের গাড়ি মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে ৫ জন আহত হয়েছে। এসময় সিএনজিতে থাকা ড্রাইভার সহ পাঁচজন মারাত্মক ভাবে আহত হন। বৃহ:বার ৫ ডিসেম্বর বিকাল ৫টার দিকে কলেজ গেইট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। আহতদের রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন, মোহাম্মদ রহমান আজম রাকিব (১৮) পিতা- আলমগীর হোসেন, আলমগীর হোসেন (৪৫) পিতা- মেহের আালী, সাং- পাতাছড়া। সিএনজির চালক মোঃ ইসমাইল (৩০) পিতা আব্দুল মন্নান সাং- উত্তর লামকুপাড়া, পাতাছড়া আনসার ক্যাম্পের ল্যান্স নায়েক বাবুল আক্তার ও শেখ ফরিদ (৩৫) মৃত- আলী হোসেন দক্ষিণ গর্জনতলী। বর্তমানে আহত ব্যক্তিরা রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। স্থানীয়দের সূত্রে জানা গেছে, একটি গাছভর্তি চাঁন্দের গাড়িটি কলেজ গেট মোড়ে রং সাইডে গিয়ে সিএনজিকে ধাক্কা দেয়, এসময় সিএনজিতে থাকা ড্রাইভার সহ পাঁচজন যাত্রী মারাত্মকভাবে আহত হয়। তাদের ভাষ্যমতে সিএনজিকে ধাক্কা দিয়ে অবৈধ গাছ নিয়ে আসা চাঁন্দের গাড়ি জীবটি পালিয়ে যায় বলে জানান।