রামগড় হাই স্কুল মাঠ থেকে রতন বৈষ্ণব ত্রিপুরা।।
“ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল, ক্রীড়া নিয়ে এগিয়ে চল” এই স্লোগানকে সামনে রেখে প্রথম রাউন্ডের গ্রুপ পর্যায়ের শেষ খেলা জমে ওঠেছে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৪। স্থানীয় দেশী-বিদেশী খেলোয়াড়দেন নিয়ে বিভিন্ন দলগুলোর এ ফুটবল টুর্নামেন্টটি ঐতিহ্যেবাহী রামগড় হাই স্কুল মাঠে শিশু,যুবক -যুবতী, নারী-পুরুষ ক্রীড়ামোদি দর্শকদের উপচে পড়া ভীড় দেখা যায়। আজ শুক্রবার ৬ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত খেলায় রামগড় সম্প্রীতি একাদশ- ০৩ – ০০ গোলের বড় ব্যবধানে বাগান বাজার শান্তি সংঘকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে।
খেলা শেষে রামগড় সম্প্রীতি একাদশের খেলোয়াড় পারভেজ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এবং তার হাতে পুরস্কার তুলেদেন জেলা বিএনপির সহ -সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়াসহ উপজেলা বিএনপি সভাপতি ইব্রাহিম খলিল-সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু,পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন – সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন- যুগ্ম- সাধারণ সম্পাদক ইলিয়াস, টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলীম উল্ল্যাহ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ধারা ভাষ্যকার দায়িত্বে ছিলেন, হানিফ মিয়া ও গোলাপ ত্রিপুরা এবং এনামুল হক। খেলায় প্রধান রেফারীর দায়িত্বে ছিলেন নিখিল চন্দ্র দে এবং সহকারী হিসেবে মো. সবুজ – শুভ ভৌমিক খেলা পরিচালনা করেন। ৪র্থ রেফারীর দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচক দায়িত্বে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনর কোচ সুলতান আহম্মদ ভূঁইয়া।