নিউজ ডেস্কঃ যথাযথ মর্যাদায় খাগড়াছড়ি জেলা রামগড়ে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথমত ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচীর সূচনা করা হয়।
সূর্য উদয়ের সাথে সাথে বিজয় ভাস্কর্যে শহিদ শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। পরে রামগড় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রামগড় সার্কেল, রামগড় পৌরসভা, রামগড় থানা, রামগড় প্রেসক্লাব, রামগড় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন, বিভিন্ন দপ্তর, রামগড় প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক – রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, সামাজিক – সাংস্কৃতিক সংগঠন এবং জনসাধারণ শহীদদের স্মরণে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দিবসটি উদযাপনে ইউএনও মমতা আফরিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনে সালাম গ্রহন শেষে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল এতিমখানায় বিশেষ খাবার পরিবেশ, প্রীতি ভোজ ও রামগড় উপজেলা শিল্পকলা একাডেমি ও রংতুলি একাডেমি’র যৌথ পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান তুহিন, রামগড় সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, ওসি মঈন উদ্দিন, বিভিন্ন দপ্তরে সরকারি – বেসরকারী কর্মকর্তা, জেলা বিএনপির সহ -সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়াসহ উপজেলা বিএনপি সভাপতি ইব্রাহিম খলিল-সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু,পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন – সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন- যুগ্ম- সাধারণ সম্পাদক ইলিয়াস সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।