প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৭:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ
ভারতে অনুপ্রবেশের কালে ১২ বাংলাদেশী আটক করেছে ৪৩ বিজিবি
নিউজ ডেস্ক: অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশের কালে ১২ বাংলাদেশী নাগরিককে আটক করেছে রামগড় ৪৩ বিজিবি।
মঙ্গলবার গভীর রাত আনুমানিক ১টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত হতে তাদের আটক করে।
বিজিবি কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির অধিন্যস্ত নলুয়াটিলা বিওপির নায়েক সুবেদার মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল অবৈধ ভাবে সীমান্ত পাড়ি দেবার সময় ১২ জন বাংলাদেশী নাগরিকদের আটক করে।
আটককৃতরা হলেন- গোপী নাথ (৫৭), রুপালী রানী নাথ (৪৩), কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির ঊর্ধ্ব দে (৪)।
আটককৃতদের ৮ জনের বাড়ী চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধুরুম গ্রামে বাকীরা মহেশখালীর বাসিন্দা বলে জানা গেছে। আটককৃতদের ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 Ramgarh Times - রামগড় টাইমস্. All rights reserved.