মোঃ মোজাম্মেল হোসাইন:
বাংলাদেশী মেয়ে তাহমিনা আক্তার বৃষ্টির (২১)প্রেমের টানে পার্বত্য জনপদ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এসেছেন পাকিস্তানী যুবক আলীম উদ্দিন (২৮)। তিনি পাকিস্তানের লাহোর শহরের মৃত জেমীল উদ্দিনের ছেলে। জানা যায়,প্রেমিকা বৃষ্টির সাথে দেখা করতে গত ১১ ডিসেম্বর পাকিস্তান হতে চট্টগ্রামে আসেন আলীম। সেখানে বেস্ট ওয়েস্টার্ণ চট্টগ্রাম হোটেলে প্রায় ৮ দিন অবস্থান করে ১৯ ডিসেম্বর খাগড়াছড়িতে এসে কোর্ট ম্যারেজ করে আবার চট্টগ্রাম হোটেলে চলে যান। পরে ২২ ডিসেম্বর বেলছড়ি বৃষ্টির পিত্রালয়ে এলাকার গণ্যমান্যদের উপস্থিতিতে পুনরায় বিয়ে পড়ানো হয়েছে বলে জানান মেয়ের বাবা আবুল হোসেন। আলীম উদ্দিন জানান, গত ৮ মাস আগে বৃষ্টির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পরিচয় হয়। বৃষ্টির পুরো নাম তাহমিনা আক্তার বৃষ্টি । সে খাগড়াছড়ি কলেজের ব্যবসায় শাখার ৩য় বর্ষের শিক্ষার্থী। মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর পাড়ার আবুল হোসেনে মেয়ে।
এদিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
বর্তমানে ছেলে মেয়ের বাড়িতে আছেন এবং মেয়ের পার্সপোর্ট-ভিসার কাজ সম্পূণ হলে তাকে নিয়ে দেশে ফিরবেন বলে জানান প্রেমিক আলীম। মেয়ের বাবার অস্বীকৃতি থাকায় মেয়ের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মেয়ের পিতা আবুল হোসেন বলেন, প্রথমে আমরা সম্পর্ক মেনে নিতে চাইনি। যেহেতু তারা উভয়ে প্রাপ্ত বয়ষ্ক এবং বিয়ে হয়ে গেছে তাই মেনে নিয়েছি।
মাটিরাঙ্গা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রীয় বিধি মোতাবেক পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।