নিউজ ডেস্ক: রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টের বিপ্লবের অনুপ্রেরণায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১লা জানুয়ারি) সকাল ১০টায় পৌরসভা সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইউএনও – পৌর প্রশাসক মমতা আফরিন এর সভাপতিত্বে দিবসটি পালনে বর্ণাঢ্য র্যালি ও প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে রামগড় পৌরসভায় গিয় শেষ হয় এবং র্যালি শেষে এক প্রস্তুতি সভায় মিলিত হয়।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ, বি, এম মোজাম্মেল হক, ওসি মোহাম্মদ মঈন উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমির উদ্দীন সহ উপজেলার বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।- রতন বৈষ্ণব।