

নিউজ ডেস্ক: তথ্য অফিসের আয়োজনে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষ্যে “বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রামগড় পৌরসভা সম্মেলন কক্ষে তথ্য অফিস রামগড়ের সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্যে রাখেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পৌর প্রশাসক মমতা আফরিন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা আইসিটি অফিসার রেহান উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো: আজিজুর রহমান আন্জুম ও রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ। এতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সিনিয়র সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ।