

নিউজ ডেস্কঃ জেলার রামগড় উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই- আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উদযাপনে ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় ঐতিহ্যেবাহী রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে “এসো দেশ বদলাই, পৃথিবীর বদলাই” এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, তথ্য কর্মকর্তা খন্দকার তৌহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমির উদ্দিন, মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন-সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দীন হারুন সহ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগন জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরনায় ডিসপ্লে প্রদর্শন উপভোগ করেন।খাগড়াছড়ি জেলায় জন্ম- মৃত্যু নিবন্ধন কার্যক্রমে রামগড় উপজেলা ১ম স্থান অর্জন করায় দায়িত্বরত কর্মকর্তা ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
-রতন বৈষ্ণব ত্রিপুরা।