

জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে খাগড়াছড়ি জেলায় ১৯ দিনে ১০২ জনকে গ্রেফতার ও ২টি অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় মটিরাঙ্গা ও খাগড়াছড়িতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ বেলাল হোসেন (সাবেক মেম্বার)(৬৭) এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মোঃ আমির হোসেন (৪৮)। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ বিল্লাল হোসেন এক বার্তায় এ তথ্য জানান। তিনি আরো জানান,অপারেশন ডেভিল হান্ট গত ৯ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলার নয়টি থানায় সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে পুলিশ।
চলমান অভিযানে খাগড়াছড়িতে গত ১৯ দিনে ১০২ জনকে গ্রেফতারসহ ২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তন্মোধ্যে গত ১৬ ফেব্রুয়ারী ২০২৫ দিঘীনালা থানা কর্তৃক ১টি দেশীয় তৈরী শুটার গান ও ১টি লাল রংয়ের তাজা সীসার কার্তুজ উদ্ধার করে এবং মহালছড়ি থানা ১টি পিস্তল উদ্ধার করে। -মোঃ মোজাম্মেল হোসাইন।