

নিউজ ডেস্ক: খাগড়াছড়ি পাবর্ত্য জেলা পরিষদের আয়োজনে রামগড় ইসলামিয়া দারুল উলুম মাদরাসা হেফজখানা ও এতিমখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ মার্চ ২০২৫ খ্রি.) সন্ধ্যায় পবিত্র মাহে রমজানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
কালাডেবা এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, ইসলামিয়া দারুল উলুম মাদ্রসা হেফজখানা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, যুগ্ম সম্পাদক এড, করিম উল্লাহ, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন প্রমুখ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান মাস হচ্ছে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস, এই পবিত্র মাসে রামগড়ে এসে এতিম ও এলাকাবাসির সাথে ইফতার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই এ অঞ্চলে মানুষ শান্তি সম্প্রীতি বজায় রাখাসহ সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে জুলাই বিপ্লবের অর্জিত জেলা পরিষদের প্রশাসনিক কাজে সাংবাদিক সহ সর্ব মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কালাডেবা এলাকার সমাজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী বৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রামগড় উপজেলার প্রতিনিধিগণ, এতিমখানার ছাত্র, জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
ইফতার মাহফিল শেষে জেলা পরিষদ চেয়ারম্যান রামগড় প্রেস ক্লাব ও কালাডেবা বাজারের সবজি সেট পরিদর্শন করেন এবং সংস্কারের আশ্বাস দেন। পরে জেলা পরিষদের পক্ষে শিক্ষার্থীদের হাতে ফুটবল – ক্রিকেট ব্যাটসহ ক্রীড়া সামগ্রী প্রদান করেন। – রতন বৈষ্ণব ত্রিপুরা।