খাগড়াছড়ির রামগড় উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহ:বার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দোকান ও আড়তে আলু পেয়াজ, ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্য ও কৃষি পণ্যের কৃত্রিম সংকট রোধে এবং বেশি দামে বিক্রি করার অপরাধে ‘ কৃষি বিপনন আইন ২০১৮’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫টি মুদি দোকান ও ২টি পাইকারী আড়তকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
প্রতিষ্ঠানগুলো হলো মীর হোসেন বাণিজ্যালয়, মিয়াজী বাণিজ্যালয়, মেসার্স ফাহিম ষ্টোর, বাবু ষ্টোর, জননী ষ্টোর (রামগড় বাজার) এবং আলমগীর ষ্টোর ও রহিম ষ্টোর (সোনাইপুল বাজার)।
অভিযানের ব্যাপারে নির্বাহি ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।