

নিউজ ডেস্ক: মহামান্য হাইকোর্টের রীট পিটিশন ও আদেশক্রমে খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলার ৫টি ইটভাটার সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহ:বার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত উপজেলায় পরিচালিত ৫টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ভাটাগুলোর সম্পূর্ণ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানান, উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও বাংলাদেশ পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন সাংবাদিকদের বলেন, মহামান্য হাইকোর্টের আদালতের রীট পিটিশন ও আদেশক্রমে উপজেলার ৫টি ইট ভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের সার্বিক সহযোগিতায় ইটভাটা গুলোতে পর্যাপ্ত পানি ছিটিয়ে আগুন নিভিয়ে অকার্যকর করে দেওয়া হয়েছে।
পরবর্তীতে আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত ইট ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ থাকবে বলে জানিয়ে ইউএনও মমতা আফরিন বলেন, আইন অমান্য করে কোন প্রকার লুকোচুরি করে ইট ভাটার কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলে জানান।
এ সময় রামগড় থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, রেঞ্জ কর্মকর্তা জাহেদ হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ছলিম উল্ল্যাহ সহ নির্বাহী কার্যালযের উপ প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। – রতন বৈষ্ণব ত্রিপুরা।