

নিউজ ডেস্ক:
সারা দেশেরন্যায় রামগড় উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ মার্চ (শনিবার) সকালে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ক্যাম্পেইনে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন। এসময় রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, অভিভাবকগন প্রমুখ।
রামগড় উপজেলার ২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং অস্থায়ীভাবে বিভিন্ন কেন্দ্রে স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক বলেন, সকল শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের আওতায় আনা আমাদের প্রধান লক্ষ্য, যাতে তারা সুস্থ থাকতে পারে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কোনো শিশুই যেন অপুষ্টির কারণে অকালে ঝরে না পড়ে। অত্র এলাকায় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য প্রশাসনিকভাবে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান। – রতন বৈষ্ণব ত্রিপুরা।