

নিউজ ডেস্কঃ
“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড় উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সদস্য সচিব ডা: এবিএম মোজাম্মেল হক এর সভাপতিত্বে স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সাত দিনব্যাপী পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি বিষয়ক চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতার মধ্যেদিয়ে সমাপনী অনুষ্ঠান আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
চিত্রাংকন: প্রথম স্থান অধিকারী মৃত্তিকা বৈষ্ণব ত্রিপুরা পুরস্কার গ্রহণ করছেন-
অনুষ্ঠানে পুষ্টিবিদ সুইসাউ মারমা’র সঞ্চালনায় রামগড় উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আজিজুর রহমান আঞ্জুম,শিক্ষা অফিসার মোঃ সফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রামগড় পরিবার পরিকল্পনা দপ্তরের(অতিরিক্ত)দায়িত্ব কর্মকর্তা হাফেজ আহম্মদ, রামগড় থানার এসআই রাজু আহমেদ সহ শিক্ষক, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। – রতন বৈষ্ণব ত্রিপুরা।।