

নিউজ ডেস্ক:
খাগড়াছড়ির রামগড় ও ফটিকছড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন। বৃহ:বার (৫ জুন) সকাল ১১ টার দিকে সীমান্তের বিভিন্ন ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ৪৩ বিজিবি রামগড় জোন অধিনায়ক লে: কর্নেল মো. আহসান উল ইসলাম।
এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের আরো বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বর্তমানে বাংলাদেশ পশুসম্পদে স্বয়সম্পূর্ণ। দেশীয় এই সম্পদ বিকাশের স্বার্থে পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচার ও ঈদ পরবর্তীত্বে চামড়া পাচার রোধে রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও এ ধরনের অপতৎপরতা রোধে চোরাচালান, পুশইন, অবৈধ চামড়া পাঁচার ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এসময় উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবি জোনের সহকারী পরিচালক রাজু আহমেদ সহ দায়িত্বরত বিজিবি জোয়ানরা।- রতন বৈষ্ণব ত্রিপুরা।