

নিউজ ডেস্ক: খাগড়াছড়ি জেলা রামগড়ে লাইসেন্স বিহীন চালিত সিএনজি অটোরিকশা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে ঈদপরবর্তী ঘরমুখোযাত্রীরা। ঈদপরবর্তীর ৭ম দিনেও বাড়তি ভাড়া আদায় করছে সিএনজি সিন্ডিকেট। যাত্রীরা বাড়তি ভাড়া দিতে রাজি না হওয়ায় তারা রামগড় বারৈয়ারহাট সড়কে সিএনজি বন্ধ করে দেয়। ১৩ জুন (শুক্রবার) সকাল থেকে বাড়তি ভাড়া আদায় করতে না পেরে সিএনজি সিন্ডিকেট যাত্রীদের ভোগান্তি করে যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে রামগড় স্টেশনে কোন সিএনজি নেই, চরম ভোগান্তিতে যাত্রীরা,এদিকে সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসিক ভাবেও কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
সিএনজি অটোরিকশা সিন্ডিকেটের হাতে জিম্মি ও যাত্রীর কষ্টের খবর শুনে স্টেশনে ছুটে যান রামগড় উপজেলা বিএনপি পরিবার। তাৎক্ষনিক পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগীতায় স্টেশনে সিএনজি না থাকাতে বিকল্প গাড়ির (মাইন্দ্র), মাইক্রোবাস সহ অন্যান্য গাড়ীর ব্যবস্থা করে দেন। কয়েকটি গাড়ির ব্যবস্থা করাতে যাত্রীর চাপ অনেকটা সমাধান হয়। এদিকে সরেজমিনে সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের যাত্রীর সুবিধার্থে গাড়ী পাইয়ে দিতে একযোগে কাজ করতে দেখা গেছে। যাত্রীদের সুবিধার্থে রামগড় টু বারৈয়ারহাট পর্যন্ত সিএনজির বিকল্প হিসেবে সার্ভিসটি চালু রাখতে অনুরোধ জানান ঈদে ঘরমুখো সাধারণ যাত্রীরা।
রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন খবর শুনে সিএনজি স্টেশন পরিদর্শন করেন। পরে উপজেলা প্রশাসন এর উদ্যোগে সিএনজি অটোরিকশা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসে বিষয়টি দ্রুত সমস্যা সমাধান করা হবে বলে জানান।- রতন বৈষ্ণব ত্রিপুরা।