নিউজ ডেস্ক: সারাদেশের ন্যায় রামগড় উপজেলায় “ প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদায়িত্বে অগ্রগতি ” এই শ্লোগানকে সামনে রেখে সকাল সাড়ে ১০টায় উপজেলা টাউন হলে জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, চেক ও সনদ প্রদানের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর অতিরিক্ত দায়িত্বে থাকা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, বাংলাদেশ জামায়াতের ইসলামী রামগড় উপজেলা শাখার সেক্রেটারি মো: আনোয়ার হোসেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার অপারেটর মোহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শামীম সরকার ও ক্যাসিয়ার সুনিতা ত্রিপুরা,বিভিন্ন যুব সংঠনের সদস্য এর প্রশিক্ষিত যুবকগণ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে শপথ বাক্য পাঠ করান। পরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষিত ৬জন যুবকে প্রতিজন ১ লাখ টাকার ঋণের চেক ও ৫ জনকে সনদ প্রদান করা হয়। # রতন বৈষ্ণব ত্রিপুরা।