নিউজ ডেস্ক: রামগড়ে সোমবার(১৮ আগস্ট, ২০২৫) দুপুর সাড়ে ১২টায় রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রামগড় আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কাজী শামীম।
ফিল্ড এ্যাসোসিয়েট পপেন ত্রিপুরার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান, নাগরিক প্লাটফর্মের সদস্য বাহার উদ্দিন- রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী শামীম বলেন, রামগড় উপজেলার যুব সমাজ ঐক্যবদ্ধ এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা থাকায় অত্র এলাকায় শান্তি সম্প্রীতি উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। তিনি আরো বলেন,সকল ক্ষেত্রে যুবকরা এগিয়ে আসলে আমরা একটি অসাম্প্রদায়িক, অহিংস ও সুন্দর একটি রাষ্ট্র পাবো।
রামগড় আস্থা ইয়ুথ গ্রুপের আহবায়ক পুলক বড়ুয়ার সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা।
সভার শেষে উপজেলা ইয়ুথ গ্রুপের অংশগ্রহনে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। কলেজ, ইউনিয়ন পরিষদ এবং সরকারি অধিদফতরে গিয়ে অধিপরামর্শ সভা, বৃক্ষ রোপন কর্মসূচি, পলিথিন বর্জনে প্রচারাভিযান রাখা হয় কর্মপরিকল্পনায়।
উল্লেখ্য যে, তৃণমূল উন্নয়ন সংস্থা'র বাস্তবায়নাধীন 'আস্থা' শীর্ষক প্রকল্পটি ২০২৩ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলার সকল(৯টি) উপজেলায় বাস্তবায়ন শুরু হয়। প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় ৩০জন বিশিষ্ট একটি 'আস্থা ইয়ুথ গ্রুপ' গঠন করা হয়েছে। এই গ্রুপের প্রত্যেকটি সদস্যের একাধিক হুইসেল ব্লোয়ার রয়েছে। প্রতি তিন মাস অন্তর আস্থা ইয়ুথ গ্রুপের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়ে থাকে।