
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছোট ফরিংগা এলাকায় ১২তম বিওপি ‘ছোট ফরিংগা’ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হয়ে বিওপির উদ্বোধন করেন দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পিবিজিএম, পিএসসি।
এসময় প্রধান অতিথি বলেন, সীমান্তে অর্পিত পবিত্র দায়িত্বসমূহ এ এলাকায় আগের চেয়ে অনেক বেশি সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারবে। সীমান্তে সুরক্ষার পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ, চোরাচালানসহ সকল ধরণের সীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিওপিটি।
এতে আরো উপস্থিত ছিলেন, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, পিএসসি, জি, রামগড় জোন কমান্ডার ও অধিনায়ক লে, কর্নেল মো. আহসান উল ইসলাম, পিএসসিসহ অন্যান্য সদস্যগণ।