রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলে কমিটির সভাপতি ইউএনও মমতা আফরিন-এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
সভায় রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বক্তাগন বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেককে শান্তি-শৃংখলা বজায় রাখতে হবে। বাজার মনিটরিং বিষয়ে সজাগ থাকতে হবে। তবে উপজেলায় বিভিন্ন এলাকায় মাদক, শ্রীলং জুয়া খেলা, ইভটিজিং বেড়ে গেছে। বিষয়টি বন্ধ না করলে সামনে আইন-শৃংখলা অবনতিসহ বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হবে বক্তাগন মতামত দেন।
অপরদিকে, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী’র সভাপতিত্বে রামগড় উপজেলা পরিষদ উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ওসি (তদন্ত) ফখরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, প্যালেল মেয়র কণিকা বড়ুয়া, বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিজিবি- আনসার প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।