খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ-(বিজিবি) ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) রামগড় জোন এর অভিযানে বিভিন্ন প্রকার গোলকাঠ ও ফার্নিচার জব্দ করেছে বিজিবি জোয়ানরা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রামগড় উপজেলা থেকে এসব কাঠ জব্দ করা হয়।
সূত্র জানায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোন এর অধীনস্থ রামগড় বিওপি ও কয়লারমূখ চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার ঠান্ডু মিয়া এবং হাবিলদার সাহেবুর রহমান এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযান চালিয়ে টহল দল কর্তৃক রামগড় কালাডেবা ও চট্টগ্রাম জেলার জোরালগঞ্জ থানার অন্তর্গত কয়লার মুখ চেকপোস্ট সংলগ্ন প্রধান সড়কে হতে মালিকবিহীন বিভিন্ন প্রকার গোল কাঠ ও ফার্নিচার জব্দ করতে সক্ষম হয়। যার বাজার মূল্য লাখ টাকার ও বেশি বলে জানাগেছে।
জব্দকৃত কাঠ স্থানীয় বনবিটে জমা করা হয়েছে।