খাগড়াছড়ির রামগড়ে ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ। সোমবার (২ অক্টোবর) সকালে রামগড় উপজেলাস্থ যৌথখামার এলাকায় আব্দুল মোমেনের আনারস বাগান সংলগ্ন রামগড়-জালিয়াপাড়া প্রধান সড়কের ডান পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে সড়কটিতে এক পাশে লাশ দেখতে পেয়ে পথচারীরা থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে দেখেন এবং লাশটি উদ্ধার করে। লাশটির বয়স আনুমানিক (৫০) বছর। তার ডান হাতের কনুই থেকে নিচের অংশ পূর্ব থেকে নেই। তবে লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। গায়ের রং শ্যামলা, লম্বায় আনুমানিক ০৫ ফুট ০৪ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল সাদা-কালো, মুখে লম্বা দাঁড়ি আছে। পরনে সাদা চেক লুঙ্গি এবং কালো রংয়ের ফুলহাতা শার্ট রয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের কোন পরিচয় কিংবা আত্নীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি। অজ্ঞাতনামা মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া গেলে জরুরী ভিত্তিতে রামগড় থানায় যোগাযাগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল। জরুরী যোগাযোগের নাম্বার- অফিসার ইনচার্জ, রামগড় থানা, মোবাইল নং-০১৩২০-১১০০৮৫, ডিউটি অফিসার, রামগড় থানা, মোবাইল নং-০১৩২০-১১০০৯০।