খাগড়াছড়ি ডিসি কাপ টুর্নামেন্টে রামগড় উপজেলা টিমের হয়ে খেলতে যাওয়ার খেলোয়াড় ও দর্শকসহ পথে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও যাবতীয় দেখাশোনার দায়িত্ব নিয়েছেন ।
সোমবার (২ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতা আফরিন সরেজমিনে আহত খেলোয়াড়দের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে ফ্রুট বাস্কেট তুলেদেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
আহত খেলোয়াড়রা হচ্ছেন:
হৃদয় (১৪), ইমন (২৪), জাকির (৩০), সম্পদ (২৪), সাকিব (১৬), সবুজ (২৩)।
এদিকে আহতদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজখবরসহ যাবতীয় চিকিৎসার খরচ বহন করায় অভিভাবক – আহত খেলোয়াড়সহ এলাকায় সাধারণ লোকজন সাধুবাদ জানিয়েছেন।
সাবেক ফুটবল খেলোয়াড় ও সাংস্কৃতিক সংগঠক এবং স্থানীয় সংবাদকর্মী রতন বৈষ্ণব ত্রিপুরা বলেন, আহত খেলোয়াড়দের ইউএনও মহোদয়ে স্ব শরীরে গিয়ে খরব নেয়া ও যাবতীয় চিকিৎসার খরচ বহন করায় কর্তৃপক্ষ অবশ্যই ধন্যবাদসহ প্রশংসার দাবি রাখে।
উল্লেখ্য, রামগড় টিমের খেলোয়াড়রা রবিবার ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য মাহেন্দ্র পিকআপযোগে খাগড়াছড়ি যাচ্ছিলেন। আলুটিলা নামার সময় খেলোয়াড়বাহী পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন খেলোয়াড় আহত হন। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।