৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩। সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে এ দিনকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করেছে সরকার।
এদিকে- দিবসটি উপলক্ষে আগামী কাল (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনের সামনে থেকে র্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতা আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। আরো উপস্থিত থাকবেন সরকারি- বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী,স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানান, দিবসটি পালনে উপজেলা প্রশাসনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য- জন্ম – মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোন ব্যক্তির মৃত্যু ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে।