উৎসবমুখর পরিবেশে রামগড়ে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, জন্ম সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে শ্রেষ্ঠ ইউনিয়ন ২নং পাতাছড়া ইউপি ও শ্রেষ্ঠ চেয়ারম্যান কাজী নুরুল আলম – ২নং ইউপির শ্রেষ্ঠ সচিব সোহেল রানা এবং ২নং ইউপির ৫ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মহল্লাদার মো মহিন উদ্দিনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপজেলার দুই ইউনিয়নের ৪০ শিশুর অভিভাবকের হাতে উপহারসহ জন্ম নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, ১নং ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারি কর্মকর্তা, ২ ইউনিয়নের সচিব, শিক্ষক, উপকারভোগী, গ্রাম পুলিশের সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।