খাগড়াছড়ি বাস টার্মিনাল হতে ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জামাল হোসেন (৩২) নামে এক যুবককে বাসসহ আটক করেছে গুইমারা থানা পুলিশ। ছিনতাইকারী জামাল হোসেন মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের দক্ষিণ আচালং গ্রামের মৃত গুলফু মিয়ার ছেলে।
শনিবার (০৭ অক্টোবর) রাত দুইটার দিকে পুলিশ খাগড়াছড়ি – চট্টগ্রাম সড়কের জালিয়া পাড়ায় ব্যারিকেট দিয়ে গাড়িটি আটক করে।থানা সূত্রে জানা যায়, খাগড়াছড়ি বাস টার্মিনাল হইতে ইকোনো পরিবহনের ঢাকা মেট্রো ব- ১৪-৬১৮৫ নাম্বারের একটি যাত্রীবাহী বাস অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী ছিনতাই করে নিয়ে যাওয়ার সংবাদ দেয় জেলা পুলিশ কন্ট্রোল রুম। সংবাদ পেয়ে প্রথমে গুইমারা বাজারে রাত্রিকালীন ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা রাস্তায় ব্যারিকেট দিয়ে গাড়িটি আটকানো চেষ্টা করে। পুলিশ ব্যারিকেট দেখে ছিনতাইকারী বাসটি বেপরোয়া গতিতে চালিয়ে একটি ট্রাক ও পিকআপকে ধাক্কা দিয়ে জালিয়া পাড়ার দিকে চলে যায়। পরে জালিয়াপাড়া মোড়ে ডিউটিরত পুলিশ সদস্যরা বাসটি আটকানোর চেষ্টা করিলে আবারও দুষ্কৃতকারী ড্রাইভার ছিনতাকৃত ইকোনো বাসটি রাস্তার পাশে থাকা কভার ভ্যানের সাথে সজোরে ধাক্কা মারে। এতে কভারভ্যানের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় এ এস আই তাজুল ইসলাম ও পুলিশ সদস্যরা ছিনতাইকারী ড্রাইভারকে আটক করে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কর জানান, ছিনতাইকৃত ইকোনো বাসটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে গুইমারা থানায় একটি দস্যুতা মামলা রুজু করে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।