মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে- ” জনসেবায় জনপ্রশাসন” অসহায় প্রতিবন্ধী তাহামিনা আক্তার মিনাকে হুইলচেয়ার পৌছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন। অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী তাহমিনা রামগড় উপজেলার সম্প্রু পাড়া ৭ নং পৌর ওয়ার্ড এলাকার নুর হোসেন মজুমদার ও মাতা বিবি হাজেরা আক্তারের মেয়ে।
তাহমিনা আক্তারের অসহায়ত্বের কথা জেনে সোমবার (৯ অক্টোবর) দুপুরে সরেজমিনে তার বসতবাড়ি পরিদর্শন করতে যান ইউএনও। তিনি চলাচলে অক্ষম তাহমিনার সার্বিক খবর নেন এবং একটি হুইলচেয়ার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম, অফিস সহকারী করিমুল হক প্রমূখ।