রামগড়ে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪৭ পিস ইয়াবাহ শরিফুল ইসলাম নাসির (৩৫) নামে এক যুবকেকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
রবিবার (০৮ অক্টোবর) রাতে পুলিশ সোনাইপুল বাজারের পশ্চিম পাশে ফরেনার্স চেক পোষ্টে তল্লাশী করে মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম কে আটক করে।এসময় তার কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। শরিফুল রামগড় বাজার এলাকার মোঃ রফিকের ছেলে।
এসআই মোঃ সামছুল আমিন বলেন, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন এবং ওসি মিজানুর রহমানের সার্বিক তত্বাবধানে মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ফরেনার্স চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করে দ্বায়িত্বরত পুলিশ সদস্যরা।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আটক শরিফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।