প্রতিদিন সড়কে ঝরছে প্রাণ আর খবরের কাগজে ভেসে উঠছে বীভৎস সব লাশের ছবি। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর যেন আমাদের গা-সহা হয়ে গেছে। ফলে প্রতিদিন সড়কে প্রাণ ঝরলেও তা আমাদের মনকে আবেগতাড়িত করে না।
সড়ক দূর্ঘটনা ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রামগড় উপজেলা প্রশাসন। সোমবার (৯অক্টোবর) দুপুরে কলাবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়।
এসময় সড়ক দূর্ঘটনারোধে শিক্ষার্থীদের মাঝে সড়ক ব্যবহার সংক্রান্ত সচেতনতামূলক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন বলেন, সড়কে বেশিভাগ সময়ে অকালে প্রাণ হারাচ্ছে শিক্ষার্থী। এদের বড় অংশের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এবিষয়ে আমাদের সকলেই সচেতনতার শহীদ সড়ক পারাপারসহ সজাগ থাকতে হবে। পরে এফডিআর করে স্কুল ফান্ডের জন্য অনুদান হিসেবে ২ (দুই) লক্ষ নগদ টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি বেলাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য বাবুলসহ শিক্ষার্থী বৃন্দ প্রমূখ।